ঝালকাঠির কাঠালিয়ার বীণাপাণি-দোগনা-বিষখালী নদীর সংযোগ খালে বীণাপানি বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের এককোটি বিষ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন স্লইসগেট দু‘বছর ধরে ফেলে রাখায় স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সুইজগেইট নির্মাণে অনিয়ম ও দূর্র্নীতির কারণে এলাকাবাসীর এটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। খালের দু‘প্রাপন্তে বিশাল এলাকাজুড়ে বাঁধ দিয়ে রাখা হয়েছে। এলজিইডি‘র পাকা রাস্তাসহ দু‘পাড়ের মাটি কেটে বিশালস্তুপ করে রাখায় পথচারীরেদ যাতায়তে প্রতিবন্ধকতা সৃষ্টি, নৌ চলাচল বন্ধ ও চরম পানি সংকটে ভূগছেন ওইসব গ্রামের বাসিন্দারা। সংবাদকর্মীদের মাধ্যমে এলাকাবাসির এ ভোগান্তির কথা শুনে গত সপ্তাহে
ঝালকাঠি জেলা প্রশাসক রবীন্দশ্র্রী বড়–য়া ঘটনাস্থল সরেজমিনে পরির্দশনে যান এবং কর্তৃপক্ষকে দ্রুত কাজ করার নির্দেশ দেন।
মধ্য কৈখালী গ্রামের বাসিন্দা হাজী আব্দুল আউয়াল জানান, দুই বছর ধরে খালটিতে বাঁধ দিয়ে রাখায় বীণাপণি,বলতলা, কৈখালী, পশ্চিম শৌজালিয়া, দোগনা ও চড়াইল গ্রামের শতশত পরিবার পানি সমস্যায় ভূগছে। বর্তমানে পুকুর ও নালা-খালা পানি নষ্ট হয়ে পোকা সৃষ্টি হওয়ায় ওজু-গোসল করা যাচেছ না। গবাদিপশু হাসা-মুররি ও গরু ছাগলসহ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য কাজেও অনুপযোগি হয়ে পড়েছে। এমনকি এক-দেড় মাইল দূরে গিয়ে অনেককে গোসল বা গোসলের পানি সংগ্রহ করতে হ্েচছ। একই গ্রামের কৃষক মহারাজ হাওলাদার জানান, এ খালে পানি
আরও পড়ুন