চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১৭ কর্মীকে আটক করেছে। ৯ বিজিবি’র ভাপ্রাপ্ত অধিনায়ক মো. মিন্নাত আলী জানান, সোমবার রাতভর ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবি চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর ও দ্বারিয়াপুর এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন: শ্রী উত্তম কুমার, মো. শামিম হোসেন, মো. আব্দুল আজিজ, মো. আহাদ আলী, মো. আজমাইল হোসেন, মো. আব্দুল হালিম, মো. আমিনুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. রবিউল আউয়াল, মো. আব্দুল কাদের, মো. শামিম, মো. ইদুল ও মো. ইউসুফ আলী
আরও পড়ুন