মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল গ্রামের মাদক ব্যবসায়ী জিল্লুর রহমান কে ৮শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরের দিকে জেলার দিনদত্ত ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই শেখ মোঃ আশরাফ আলী জানান,জিল্লুর রহমান গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিল্লুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জিল্লুর রহমান রংমহল বিজিবি ক্যাম্পপাড়া এলাকার ফকির মন্ডলের ছেলে।