বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বেসরকারী সংস্থা বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র্যালী শেষে সংস্থার হলরুমে বিপিইউএস উপদেষ্টা পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমন। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন আগৈলঝাড়া এডিপি ম্যানেজার বেকী ত্রিপুরা, বিপিইউএস কর্মকর্তা মিঠু মধু, অম্বরিশ হালদার প্রমুখ।