রবিবার দুপুরে উপজেলার পায়রা নদীর মোহনা থেকে ট্রলারে ২টি গরু নেয়ার সময় স্থানীয় সকিনা কোষ্টগার্ড গরু ট্রলার ও ২ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। জানা গেছে, উপজেলার আশারচর সংলগ্ন পায়রা নদীর মোহনা থেকে ট্রলারে করে ২টি চোরাই গরু নেয়ার সময় সকিনা কোষ্টগার্ড ক্যাম্পের টহলরত দলের সন্দেহ হলে ট্রলারটিকে ধাওয়া করে। চোরেরা আশারচরে ভিড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধরে থানায় সোপর্দ করে। চোরেরা হলো, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের আঃ আলী ঘরামীর পুত্র দুলাল মিয়া (৩৫) ও বামনা উপজেলার দুসখালী গ্রামের নাদের মোল্লার পুত্র ছগির হোসেন (৩৪)। অন্যদিকে কোষ্টগার্ডের টহলরত দল এমবি নাসরিন নামের ট্রলার ও ১টি গাই ও ১টি বলদ গরু আটক করে থানা পুলিশে সোপর্দ করে। উল্লেখ্য, গরু ২টি চোরেরা ২৪ ডিসেম্বর রাতে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের কালাই হাওলাদারের পুত্র ফারুক (মাস্টার) হাওলাদারের গোয়ালঘর থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে মহিপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।