মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২২ বাংলাদেশী নারী-শিশুকে এক বছর পর বুধবার সন্ধায় আন্তর্জআতিক চেকপোষ্ট বেনাপোলে দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্ট্াপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।
ফেরত আসারা হলো-কমলা বেগম, রাজিয়া, ফাতিমা খাতুন, রাবেযা আক্তার, রিমা শেখ, নুর জাহান, আলিকা খাতুন, তাসলিমা খাতুন, লিপি খাতুন, সুবরনা আক্তার, লইযা, শান্তি, রুকসানা, আসমা শেখ, নুসরাত জাহান, ফাতিমা সিকদার, মুক্তা, শিউলী খাতুন, লাভলী, জবেদা খাতুন, মিম শেখ ও রাজু আহমেদ। এদের বাডী খুলনা, নডাইল, বাগেরহাট, বরিশাল, ঢাকা, নারাযনগঞ্জ, যশোর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওমর শরীফ জানান, এক বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে যায় ২০ নারী এক শিশু এক যুবক। পুলিশের হাতে আটক হয় তারা। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।