নওগাঁর পত্নীতলা উপজেলার সদর নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া মোড় নামক এলাকায় শুক্রবার সন্ধ্যায় র্যাব-৫ জয়পুরহাট অভিযান চালিয়ে জাল টাকা, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল, মটরসাইকেল সহ ৫জন জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে।
জানাগেছে, র্যাব-৫ জয়পুরহাট গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৬টায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া মোড় এলাকার মা-মনি ইলেক্ট্রনিক্স এন্ড ডিজিটাল ষ্টুডিওতে অভিযান চালিয়ে উপজেলার চকশিবোরাম গ্রামের গোপালের ছেলে মানিক কুমার (৩০), গাহন গ্রামের সেকেন্দার আলীর ছেলে সামছুল আলম (২৪), চকজয়রাম গ্রামের মকছেদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন মিঠু (২৮), পালপাড়া গ্রামের রঞ্জিত এর ছেলে মিঠু কুমার দাস (২৭), এবং নওগাঁ সদর হাপানিয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাওন আলী (২৮) কে আটক করেছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ডিএডি-(৭৭২৪) নায়েব সুবেদার আইন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকাসহ হাতেনাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশী ১০০০ টাকা জাল নোট ২০৯ পিস, ২,০৯,০০০/-টাকা, একটি কালো সবুজ রংয়ের এ্যাপাসি আরটিআর ১৫০ সিসি মোটর সাইকেল, একটি লাল রংয়ের হাং হিরো মোটর সাইকেল, একটি কালো রংয়ের ডেল কম্পিটার মনিটর, একটি কালো রংয়ের সিপিইউ, দুটি হার্ড ডিস্ক, একটি কালো রংয়ের ইপসন কালার প্রিন্টার, একটি স্যামসাং মোবাইল সেট, যাহার মডেল নং- স্যামসাং গ্যালাক্সি জে-৫, সিলভার রংয়ের একটি স্যামসাং মোবাইল সেট যাহার মডেল নং- স্যামসাং জে-২, একটি কালো রংয়ের সিম্ফনি মোবাইল সেট, যাহার মডেল নং-এল-২৫, একটি কালো রংয়ের ই-ম্যাক্স মোবাইল সেট, যাহার মডেল নং-এমএক্স-১০১ উদ্ধার করা হয়। র্যাবের দাবী তারা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। পতœীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, জাল টাকা তৈরী, সংরক্ষণ ও বাজারজাত করণের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়েছে।