ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার দুপুরে নকল ঔষধ তৈরীর কারখানা মাদারীপুর র্যাব-৮ অভিযান চালায়। এসময় র্যাব বিপুল পরিমান যৌন উত্তেজক ঔষুধ সহ লিমন মাতুব্বর(২৫) নামে এক ব্যবসায়ীকে আটক করে। র্যাব মাদারীপুর-৮ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভাঙ্গা উপজেলা পৌরসদরের হাজরাহাটি গ্রামে জহির মুন্সির বাড়ীতে অভিযান চালাই। ঐ বাড়ীতে একটি ভাড়া ঘরে দীর্ঘদিন ধরে নকল ঔষধ তৈরী করে বাজারজাত করে আসছে আলগী ইউনিয়নের বিদ্যানন্দি গ্রামের কাওছার মাতুব্বরের ছেলে সুমন মাতুব্বর। সে বাজারের বিভিন্ন যৌন উত্তেজক ঔষধের নকল করে বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকে। ঘরের ভেতরেই ড্রাম ভর্তি নানা ক্যামিক্যাল দিয়ে অত্যাধূনিক ম্যাশিনের মাধ্যমে ঔষধ বোতলজাত করে থাকে। আমরা অভিযান চালিয়ে ব্লাক হর্স, এনার্জি প্লাস, পিউটন, শরবতে জিনসন, রেস, জিনসন প্লাস, লাভ ফর এভার, ড্রাগন ফুড, শক্তি প্লাস, লিচি, ডাবল হর্স ফিলিংস, কয়েক হাজার লিটার তরল কেমিক্যাল, পাউডার সহ নানা ধরনের কাচামাল উদ্ধার করি। এব্যাপারে আটক লিমন মাতুব্বরকে আরো জিজ্ঞাসাবাদ করে মামলা করা হবে।
আরও পড়ুন