দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর কৃষ্ণপুর কাজি পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর পশ্চিম পাড়া গ্রামে গতকাল শুক্রবার জুম্মা নামাজ শেষে কাজি পাড়া জামে মসজিদের (৫৭.৩৫ বর্গফুট) ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ফুলবাড়ী পৌর মেয়র মুতূর্জা সরকার (মানিক)।
এ সময় উপস্থিত ছিলেন সংস্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, মসজিদ কমিটির সভাপতি অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ওবাইলদুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, পৌর প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী (লিমন),হাটবাজার ইজারাদার,বিশিষ্ট্র ব্যাবসায়ী ও সমাজ সেবক আবুল হাসান,ফুলবাড়ী উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমীক ইউনিয়ানের আহবায়ক, বিশিষ্ট্র ব্যাবসায়ী ও সমাজ সেবক মানিক মন্ডল, ডা:রেজাউল ইসলাম লাবু, মসজিদের ইমাম মাওলানা জাবেদ আল-মামুনসহ এলাকার গন্নমান্ন ব্যাক্তীবর্গ এবং সকল মুসুল্লীগন।