সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় পাথরের গর্ত ধসের ঘটনায় আরও দুই শ্রমিককের মহদের উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার বিকালে শাহ আরিফন টিলায় মাটির গভীর থেতে গর্ত করে পাথর তুলতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতকের কাঁচা মিয়া (৪৫), দক্ষিণ সুনামগঞ্জের আফাজ উদ্দিন (৪৩) ও জামালগঞ্জ উপজেলার জহির মিয়া (৪১)।
ওসি জানান, মাটির প্রায় ৭০-৮০ ফুট গভীর গর্ত করে শাহ আরফিন টিলায় অবৈধভাবে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ গর্ত ধসে পড়লে মাটিচাপায় তাদের মৃত্যু হয়।
বুধবার বিকালে স্থানীয়রা কাঁচা মিয়ার মরদেহ উদ্ধার করলেও দুইজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি দল আফাজ উদ্দিন ও জাহির মিয়ার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনিয়ে গত চার দিনে কোম্পানীগঞ্জে মারা গেলেন আট শ্রমিক।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ বলেন, বুধবার সকালেও শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযান হয়েছে। অভিযান থেকে ফিরলেই আবার পাথর তোলা শুরু করে শ্রমিকরা।
আরও পড়ুন