ময়মনসিংহে শহরে নেশাখোর বন্ধুদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে । মঙ্গলবার বিকালে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন রুটওয়ালা পাড়া সেওড়া রোড এলাকায় এঘটনা ঘটে । নিহত স্বপন সরকার (৩০) এনা পরিবহনের সুপারভাইজার ছিলেন ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঐএলাকার একটি ১০ তলা নির্মানাধীন ভবনের ৪ তলায় স্বপন ও তার বন্ধুরা মিলে নিশা করছিলো । হঠাৎ তাদের মধ্যে বাকবিতন্ডা হয় । একপর্যায়ে তার বন্ধু শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে । ঘটনাস্থল পরিদর্শনে আসা কোতয়ালী মডেল থানার এসআই তাইজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে ।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় নির্মাণাধীন বিল্ডিংটির গার্ডসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে । লাশ উদ্ধাদের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।