চট্টগ্রামের পটিয়ায় বিপুল পরিমাণ পর্নো সিডি-ডিভিডি, সদ্য মুক্তি পাওয়া বাংলা সিনেমার পাইরেটেড ক্যাসেট ও সরঞ্জামসহ ২০ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার বিকেলে পটিয়ার থানার শহীদ সবুর রোডের সবুর মার্কেটের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে ২১টি সিপিইউ, ৩ হাজার ২৫০টি পর্নো-পাইরেটেড সিডি ও ডিভিডি, ২১টি মনিটর ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২১), রুবেল নাথ (২৫), মো. আরিফ হোসেন (২৩), মিশু দাস (২৩), মো. বাবলু (২২), রনি মিত্র (২৩), রানা দাস (১৮), মো. নিজাম উদ্দিন (২৫), মো. পিয়াল হোসেন (২৫), মো. সাইদুল ইসলাম (২১), মনতোষ চৌধুরী (৩০), রুবেল মিত্র (৩২), মো. আরমান (২২), মো. হায়দার (২৮), মো. রাজু আহম্মদ (২০), মো. হেলাল উদ্দিন (২১), মো. মিজান (২৯), রবিন দে (২১), মো. নৈয়ম উদ্দিন (২০) ও মো. তারেকুল ইসলাম (১৮)।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটিয়ার সবুর মার্কেটের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়েছে।
র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে এবং পাইরেসি বিরোধী টাস্কফোর্সের সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম টিটু ও অপারেশন অফিসার এমআর আলম চৌধুরীর সহায়তায় কম্পিউটারে অশ্নীল অডিও ও ভিডিও গান, পর্নোছবি এবং চলচ্চিত্রের বিভিন্ন সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি কপিরাইট করার দায়ে ২০ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২১টি সিপিইউ, ৩ হাজার ২৫০টি পর্নো-পাইরেটেড সিডি ও ডিভিডি, ২১টি মনিটর ও ১টি ল্যাপটপ জব্ধ করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা উঠতি বয়সী তরুণ-তরুণীদের কাছে এসব অশ্লীল ভিডিও বিতরণের মাধ্যমে ব্যবসা করে আসছিলো।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইন অনুযায়ী গ্রেফতার হওয়া ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পটিয়াথানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন