কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকা থেকে দুই শিশুসহ আট রোহিঙ্গা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুরে তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
আটকরা হলেন, মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বিভিন্ন গ্রামের নুরুল ইসলাম, জিয়া রহমান, হোসেন আহাম্মদ, সুয়া বিবি, রহমত উল¬াহ, মাহমুদা খাতুন, তার শিশু কন্যা জিনুয়ারা ও শিশু ছেলে আজিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির হাবিলদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আশাবাড়ী এলাকা থেকে ওই ৮ রোহিঙ্গাকে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা এক বছর আগে মিয়ানমার থেকে ভারতের আসামে পাড়ি জমিয়েছিল এবং আসাম হতে ত্রিপুরা বর্ডার হয়ে তারা বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেছে। রাতে বিজিবি তাদেরকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএএম শাহজাহান কবির জানান, শুক্রবার আটকদেরকে কুমিল্ল¬া জেলা প্রশাসকের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।