স্বামীকে তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সূর্য খাতুন (২৬) নামে এক সাবেক স্ত্রীকে পাবলিক প্রেসে নির্যাতনের সময় স্বামীকে গণধুলাই দিয়েছে জনতা। গত (৩০’জুন) শনিবার সকালে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, গত নয় মাস আগে চাটমোহর উপজেলার
পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা কৃঞ্চপুর গ্রামের মৃত রমজান সরকারের ছেলে ফজলু সরকারের সঙ্গে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়া ঘাটা গ্রামের নুব্বার মোল্লার মেয়ে সূর্য খাতুনের বিয়ে হয়। গৃহবধূর মা আনোয়ারা খাতুন বলেন, বিয়ের পর সূর্য তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল।
ছুটি শেষ হওয়ায় শনিবার সকালে ঢাকা যাওয়ার জন্য বড়াল ব্রীজ স্টেশনে যায় সূর্য। স্থানীয়রা জানান, তার স্বামী ক্ষিপ্ত হয়ে স্টেশনে এসে সাবেক স্ত্রীর ওপর হামলা চালায়। এসময় স্টেশনে থাকা জনতা তার স্বামীকে গণধুলাই দিলে সে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
নির্যাতিত গৃহবধূ সূর্য খাতুন বলেন, বিয়ের ১ মাস পরই যৌতুকের দাবীসহ নানা অকারণেই অমানুষিক নির্যাতন করতো আমার স্বামী। স্বামীর এই নির্যাতন সইতে না পেরে গত জুন মাসে তাকে তালাক দিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।