ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা রেল লাইনের পাশ থেকে ১হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম নাজমুল ইসলাম আকুঞ্জি প্রকাশ রুবেল (৪০)। তিনি শহরের উত্তর মৌড়াইল (বণিকপাড়া) এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার (ওসির) নির্দেশনায় সুলতানপুর-আখাউড়া রাস্তার কোড্ডা রেল লাইন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রেতা রুবেলকে ১হাজার ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন ইয়াবাসহ মাদক বিক্রেতাকে সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রুবেলের নামে মামলা করা হয়েছে।
আরও পড়ুন