বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির।
মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের জনসংসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের নির্দেশনায় আগামী দুই বছরের জন্য তাকে ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। অধ্যাপক ছোলায়মান আলী ফকির বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুর্যান্স সেলের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।