ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও থানা এবং পাগলা থানায় নাশকতার (গায়েবী) মামলাসহ সাতটি মামলায় বিএনপির ২২০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বেঞ্চ।
সোমবার (১৯ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি এসএম কুদ্দুস জামান এবং ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান ও তরুণ বিএনপি নেতা মুশফিকুর রহমান, আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল।