ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আমুয়াতে জালিয়াতি করে বর্ষীয়ান পিতা মো: ইসমাইল জমাদ্দারের জমি আত্মসাত করেও ক্ষান্ত হয়নি প্রতারক পাষন্ড কুলাঙ্গার পুত্র আইয়ুব আলী জমাদ্দার ।
মিথ্যা বানোয়াট কথামালা সাজিয়ে সামাজিকভাবে হেয় করছে উল্টো পিতাকেই । ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আমুয়া গ্রামের বাসিন্দা মো: ইসমাইল হোসেন জমাদ্দার । বয়স ১০২ ।
সম্প্রতি তিনি তার পুত্র আইয়ুব আলীর বিরুদ্ধে জমি আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পুত্র আইয়ুব আলীর বিরুদ্ধে বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী , জেলা প্রশাসক, পুলিশ সুপার ঝালকাঠি বরাবর অভিযোগ করেছেন ।
পুত্রের জুলুমবাজির হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর করা অভিযোগ কাঠালিয়া থানার অফিসার ইনচার্জকে তদন্তের দায়িত্ব দেয়া হয় । থানা পুলিশ মোটা অংকের টাকা ঘুষ নিয়ে আইয়ুব আলীর পক্ষে রিপোর্ট দেয় বলে অভিযোগ উঠেছে ।
পুলিশের নিকট থেকে সঠিক অর্থাৎ ন্যায় বিচার না পাওয়ার আকুতি উদ্বেলিত করছে স্থানীয় বাসিন্দা তথা কাঠালিয়াবাসীকে ।
খোঁজ নিয়ে জানা যায়, আইয়ুব আলী হাত থেকে স্থানীয় শাখাওয়াত জমাদ্দার নামের এক ব্যক্তিও রক্ষা পাননি। বৃদ্ধ ইসমাইলের দেখভাল করায় তারও ৬০ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রি করে নিয়েছেন।
প্রতিবাদ করায় শাখাওয়াতের কলেজ পড়–য়া পুত্র লিয়ানের নামে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মিথ্যা অভিযোগ এনে মামলা করেছেন । একইভাবে ইসমাইল, আমেনা নামের এক নারীরও জমি কেড়ে নিয়েছেন ।
জমি হাতিয়ে নেয়ার পর আইয়ুব আলী জমাদ্দার তাদের নামে মিথ্যা মামলা মোকদ্দমা ও হামলা হুমকি দেয়ায় সবাই বাড়ি অর্থাৎ গ্রামছাড়া । দুর্দন্ড প্রতাপশালি আইয়ুব জমাদ্দারের চরম এ অন্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েও ব্যর্থ হচ্ছেন ভূক্তভোগীরা ।
১৯৭১ সালে রেজিস্ট্রিমূলে সম্পাদিত দলিলে দাতা পিতা ইসমাইল জমাদ্দারের জমিতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দেখানো হলেও বাস্তবে একটি মসজিদ ব্যতিত বাকিসব কাগজে কলমে । অস্তিত্ব নেই মাদ্রাসা, এতিমখানাসহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানের । এদিকে একটি দেওয়ানী মামলায় আইয়ুব আলী তার পিতা মোঃ ইসমাইল জমাদ্দাকে মৃত দেখিয়েছেন । ইসমাইল জমাদ্দার মৃত নয় জীবিত ।
মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর অভিযোগ করা আইয়ুব জমাদ্দারের বিরুদ্ধে করা অভিযোগ অনুসন্ধান করতে ভয়াবহ জালিয়াতির চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া যায়।
জীবনের শেষ সময়ে এসে ইসমাইল জমাদ্দার তার পুত্র আইয়ুব আলীর বিরুদ্ধে যারপরনাই নির্যাতিত হয়ে অভিযোগ করেছেন তা এলাকাবাসীও বলছেন । তিনিসহ এলাকার নিরীহ মানুষকে আইয়ুবের হাত থেকে বাঁচানোর দাবিও জানিয়েছিলেন তিনি। ভূক্তভোগীসহ এলাকাবাসীও আইয়ুব আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
এ বিষয়ে জানতে চাইলে আইয়ুব আলী জমাদ্দার আমাদের কন্ঠকে জানান, আমি ঝালকাঠিতে আছি,রোগী দেখাতে কাল আসবো ।