গত ২ আগষ্ট ২০১৯ ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত অনলাইন বিডি২৪ লাইফ.কমে ধনীদের প্রেমের ফাঁদে ফেলাই সুন্দুরী শিরিনের পেশা ! শিরোনামে যে সংবাদটি প্রকাশ হয়েছে এর প্রতিবাদ জানিয়েছেন মোছাঃ শিরিন । তিনি দাবি করেন,তার বিরুদ্ধে কয়েকদিন ধরে কয়েকটি অনলাইন পত্রিকায় মিথ্যা,বানোয়াট,মানহানীকর খবর প্রকাশ করছে ।
এর পেছনে ইন্ধন যোগাচ্ছে তার মামলার আসামী আ্ওলাদ হোসেন । শিরিন প্রতিবাদে উল্লেখ করেন,আমি মামলা করেছি থানায় এ মামলা আদালতে থানা পুলিশ প্রতিবেদন দাখিল করেছেন । আমি আশা করি আদালতে ন্যায় বিচার পাবো । মামলা বিচারাধীন থাকায় আসামীরা বিভিন্ন ভাবে ফেসবুকে আমার মানহানী করছে । আমি এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছি । মামলার আসামী আ্ওলাদ হোসেন আমাকে নিয়ে তার পালিত কিছু অসাধু লোক দিয়ে বিভিন্ন ধরনের মনগড়া মিথ্যা,বানোয়াট কথা বার্তা লিখে ফেসবুক/অনলাইন পোর্টালে অপ্রচার করছে । আমি প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই ।
মোছা ঃ শিরিন
ধলা,ত্রিশাল,ময়মনসিংহ ।