মোমেনশাহী ডি.এস কামিল (এম.এ) মাদ্রাসার ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কামিল (এম.এ) শ্রেণীর শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান গতকাল ৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোমেনশাহী ডি.এস কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ ইদ্রিস খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, মোমেনশাহী ডি.এস কামিল (এম.এ) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও ‘দৈনিক আজকের খবরের’ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ইসতিয়াক আহাম্মেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক হালিমা সিদ্দিকা।
এছাড়াও নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন মোমেনশাহী ডি.এস কামিল (এম.এ) মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র হাফেজ আতাউর রহমান, আসাদুল্লাহ ও মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, মোমেনশাহী ডি.এস কামিল (এম.এ) মাদ্রাসার উপধ্যক্ষ আব্দুল ওয়াহাব খান।