মাদারীপুর জেলার শিবচর উপজেলায় সাপের ছোবলে মতলেব শেখ (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরশুরা গ্রামে ঘটনা ঘটে।মৃত মতলেব শেখ উপজেলার চরজানাজাত ইউনিয়নের মিনা কান্দি গ্রামের মৃত ইনসান শেখের ছেলে।
সে পেশায় একজন জেলে।এছাড়া সন্ধ্যায় দাফনের শেষে মাটি দিতে গিয়ে সাপের ছোবলে নিহতের স্ত্রীর ছোট ভাই মনির(২৮) গুরুত্বর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মনির বন্দরখোলা ইউনিয়নের কাজিরশুরা গ্রামের হালান মাতব্বরের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলেব শেখ ২ বছর ধরে পদ্মা নদী ভাঙ্গনের কারণে নিজ গ্রাম ছেড়ে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরশুরা গ্রামে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় আজ দুপুরে কাজিরশুরা গ্রাম সংলগ্ন পদ্মা নদীরপাড়ে মাছ ধরতে যান।এসময় তিনি চায়না দোয়াইর থেকে মাছ সংগ্রহ করতে দোয়াইরের মধ্যে হাত দিলে বিষধর গোখরা সাপের কামড়ে আহত হয়।পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী গ্রামে এক ওঝার (কবিরাজ) নিকট নিয়ে যান।এসময় ওঝা বিষ নামিয়ে তাকে সুস্থ করার আশ্বাস দেন।
পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসলে ১ ঘন্টা পরে মতলেব শেখ অজ্ঞান হয়ে পড়ে।
এসময় পরিবারের লোকজন তাকে স্থানীয় পাচ্চর ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামীয়া হাসপাতালের চিকিৎসক ডাঃ মিলন জানান, রোগী হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যৃ হয়।
নিহতের শশুড় ও আহত মনিরের বাবা হালান মাতুব্বর জানান, আমার মেয়ে জামাইকে মাটি দিতে এসে এখন আমার ছেলেও সাপের ছোবলে গুরুত্বর আহত। তাকে এখন ফরিদপুর নিয়ে যাচ্ছি।