সাকিব আল হাসান নেই, তামিম ইকবালও খেলছেন না। বড় দুই তারকাকে ছাড়া বাংলাদেশ এরিমধ্যে টি২০ সিরিজ খোয়াল। এখন টেস্টেও ভারতের বিপক্ষে দিতে হবে বড়সড় পরীক্ষা। তবে এই পরীক্ষায় ফেল মারতে চান না মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ এখনো যে পজিশনে আছে চাইলেই ভারতকে দুবার অলআউট করা সম্ভব।
মঙ্গলবার (১২ নভেম্বর) টেস্টের অনুশীলনের ফাঁকে মিঠুন বলেন, ‘বিশ্বাস করি এটা সম্ভব। আমি একজন ব্যাটসম্যান, আমার আউট হতে একটা বলই লাগে। এটা সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি চাপ তৈরি করতে পারি, যে বোলিং ইউনিট আছি যদি সুশৃঙ্খল বোলিং করতে পারি, অবশ্যই তাদের দুবার অলআউট করা সম্ভব।’
ভারত সেরা, তাই বলে হাল ছাড়লে হবে না। নিজেদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তাতে দিন শেষে হাসি ফুটলেও ফুটতে পারে টাইগারদের মুখে। যেমনটা ভাবছেন মিঠুন, ‘অবশ্যই আমরা ওদের সম্মান করি। ওরা বিশ্বের সেরা দলগুলোর একটি। বিশেষ করে দেশের মাটিতে ওরা অনেক বেশি শক্তিশালী। আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি। ওদের দুর্বল দিক খুঁজে বের করার চেয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে বেশি ভাবছি। ভারতের মাটিতে কোনো দলই সুবিধা করতে পারেনি। আমরা চেষ্টা করছি কিভাবে এখানে ভালো ক্রিকেটটা খেলতে পারি। ওদের দুর্বলতা খুঁজতে গিয়ে আমার মনে হয় আমাদের মনোযোগ, প্ল্যান থেকে দূরে সরে যাব।’
সাকিব-তামিমকে মিস করবে বাংলাদেশ। কিন্তু তাদের কথা ভাবলে চলবে না। বাকিদের সবোর্চ্চ দিয়ে লড়তে হবে। মিঠুনের কণ্ঠে, ‘অবশ্যই সাকিব, তামিমের অভাব অনুভব করব। তারা আমাদের সেরা খেলোয়াড়। তবে এটা নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। ওদের অভাব পূরণ করতে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। সাকিব ভাইকে রিপ্লেস করার অবস্থা আমাদের নেই। তারা থাকলে তাদের অভিজ্ঞতা কাজে দিত। তবে তারা যেহেতু নেই সেটি চিন্তা করে যারা আছি, কিভাবে ভালো করতে পারি সেদিকে মনোযোগ দিচ্ছি।’
টি২০ সিরিজ শেষে এখন টেস্টের অপেক্ষা। ১৪ নভেম্বর ইন্দোরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এরপর ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে দু’দল।