সাজেকে আগুনে পুড়ল তিনটি রিসোর্ট
রাঙামাটি প্রতিনিধি, | সোমবার, এপ্রিল ১৬, ২০১৮

রবিবার রাত ২টার দিকে কাচালং গেস্ট হাউজ থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে সাজেক বিলাস, গরবা রেস্ট হাউজ ও পাশের একটি রিসোর্টে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ কাচালং গেস্ট হাউসে আগুন দেখতে পান। এ আগুন দ্রুত পার্শ্ববর্তী রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় রিসোর্টে থাকা পর্যটকরা নিরাপদে সরে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও সেনাবাহিনীর সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে বাঘাইহাট সেনা জোনের কমান্ডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
কাচালং গেস্ট হাউসে বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমার অংশীদারিত্ব ব্যবসা আছে বলে জানিয়েছেন স্থানীয় মোটেল ব্যবসায়ীরা। সুদর্শন চাকমা জেএসএস এমএন লারমা দলের শীর্ষ নেতাদের একজন। রুইলুইয়ে ৮৯টি রিসোর্ট রয়েছে।